ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৌলভীবাজারে ১১৫১টি অসহায় গৃহহীন পরিবারকে ঘর দিচ্ছে সরকার

প্রকাশিত: ১৭:৫৮, ১৮ জুন ২০২১

মৌলভীবাজারে ১১৫১টি অসহায় গৃহহীন পরিবারকে ঘর দিচ্ছে সরকার

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহদান কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজারে দ্বিতীয় পর্যায়ে ১১৫১টি ঘর দেওয়া হবে। আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, তানিয়া সুলতানা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমানসহ অনেকে। জেলা প্রশাসকের দেওয়া তথ্যমতে, দ্বিতীয় পর্যায়ের ১১ শো ৫১টি ঘরের মধ্যে ৬ শো ৯৬টি ঘর উপকার ভোগিদের মধ্যে হস্তান্তর করা হবে। এছাড়া আগামি ২০ জুন প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিজে সংযুক্ত (ভিডিও কনফারেন্সে) থেকে শ্রীমঙ্গল উপজেলা মাজদিহি পাহাড়ে নির্মিত ৩ শো ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করার কথা রয়েছে। জেলা প্রশাসক তার প্রেসব্রিফিংয়ে জানিয়েছেন,তিন শো ঘরে ১৫ শো পরিবার নাগরিক সব ধরনের সুযোগ সুবিধা পাবে। দ্বিতীয় পর্যায়ে একসঙ্গে ১১ শত ৫১টি ঘর ও ১ টি প্রাথমিক বিদ্যালয়, ১ টি মাসজিদ ১ টি মন্দিন নির্মান করা হয়। এর আগে প্রথম পর্যায়ে মৌলভীবাজার জেলায় ১১ শত ২৬ টি ঘর হস্তান্তর করা হয়।
×