ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ করতে দেয়া হবে না ॥ তাজুল

প্রকাশিত: ২৩:০০, ১৮ জুন ২০২১

অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ করতে দেয়া হবে না ॥ তাজুল

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, কিছুতেই অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ করতে দেয়া হবে না। যেখানে সেখানে অবকাঠামো নির্মাণ করে মানুষকে নাগরিক সেবা থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই। এ ধরনের কাজ একটি শহরকে অপরিচ্ছন্ন ও বিপর্যস্ত করে তোলে। এ ব্যপারে সকলকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার রাজধানীর ১৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় জনগণের উদ্যোগে স্বেচ্ছায় প্রশস্ত করা সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে ওয়ার্ড কমিশনার, স্থানীয় জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজধানীসহ দেশের বড় বড় নগরে অবৈধভাবে জায়গা দখল করে অবকাঠামো নির্মাণে করা হয়েছে। এই অপরিকল্পিত নগরায়ণ নাগরিক সেবাকে বিঘিœত করছে। এটি চলতে দেয়া যাবে না। পর্যাপ্ত রাস্তা, খোলা জায়গা, ড্রেনেজ ব্যবস্থা, নিজস্ব সেপ্টিক ট্যাঙ্কসহ অন্যান্য নাগরিক সেবা নিশ্চিত না করে আর কোন অবকাঠামো নির্মাণ করতে দেয়া হবে না। রাস্তা প্রশস্তকরণ সম্পর্কে তিনি বলেন, কাউন্সিলর, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, মসজিদের ইমামের, নারী-পুরুষ এবং স্বেচ্ছাসেবকসহ সকল শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে এসব কাজ করা সম্ভব হচ্ছে। গণতান্ত্রিক দেশে জনগণকে উদ্বুদ্ধ করতে না পারলে যে কোন কাজে সফলতা পাওয়া সম্ভব না। জনগণকে সম্পৃক্ত করায় প্রত্যাশিত ফল আসছে। যোগাযোগের জন্য, মানুষের চলাফেরার জন্য যদি পর্যাপ্ত রাস্তা না থাকে তাহলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠবে। এজন্য সবার এগিয়ে আসা উচিত। উন্নয়নের জন্য মসজিদ-মাদ্রাসা, কবরস্থান এবং ধর্মীয় অবকাঠামো অন্যত্র সরিয়ে নেয়া যাবে না এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, রাজধানীতে সুউচ্চ ভবন নির্মাণ হবে কোন সমস্যা নেই। আমি এর বিপক্ষে নই। আগে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। খেলার মাঠ, হাসপাতাল, স্কুল-কলেজসহ অন্যান্য নাগরিক সেবা ও লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করতে না পারলে সুউচ্চ ভবনে অনুমোদন দেয়া হবে না। খালগুলো দখলদারদের কাছ থেকে উদ্ধার করে দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ, সবুজায়ন করে সুন্দর নগরী গড়ে তোলার জন্য কাজ শুরু হয়েছে। হাতিরঝিলের চেয়েও আরও বেশি করে সুন্দর করে খালগুলোকে বিনির্মাণ করা হবে। পরিবেশের ক্ষতি করে উন্নয়নের সুফল পাওয়া যাবে না বরং কুফল বয়ে আসবে।
×