ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে মেয়রের ছেলের হাতে নারী কাউন্সিলর লাঞ্ছিত

প্রকাশিত: ০১:০১, ১৪ জুন ২০২১

মুন্সীগঞ্জে মেয়রের ছেলের হাতে নারী কাউন্সিলর লাঞ্ছিত

সংবাদদাতা, মুন্সীগঞ্জ, ১৩ জুন ॥ মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের ছেলে মানিকের বিরুদ্ধে এক নারী কাউন্সিলরকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। রবিবার দুপুর ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন ওই পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হাসিনা পারভিন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ৭ জুন সোমবার রাতে মিরকাদিম এলাকায় স্থানীয় সুমন হাজীর বাড়িতে একটি সালিশে যাই, সেখানে সালিশী বৈঠকে হক কথা বলায় পৌর মেয়রের ছেলে মানিক তার সহযোগী রন্টি, লিমল, মাইন উদ্দিন ও রিঙ্কুসহ বেশ কয়েকজন আমাকে কিল-ঘুষি ও লাথি মারে, বোরকা টেনে ছিঁড়ে ফেলে। আমার ছেলে রাজু, বদরুদ্দোজা ও স্বামী কালু মিয়া আমাকে বাঁচাতে এলে তাদের ওপর হামলা চালায় তারা। তিনি আরও বলেন, উচিত কথা বলায় আজ আমাকে নির্যাতনের শিকার হতে হলো। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আশ্বাস দেয়ায় আমি বিচারের অপেক্ষায় ছিলাম। তবে কেউ আমাকে সাহায্য করেননি। আমি রাষ্ট্রের কাছে বিচার চাই। অভিযোগটি মিথ্যা দাবি করে মেয়র আব্দুস সালামের ছেলে মানিক জানান, সেদিন বিচারে হাসিনা পারভিনের ছেলে রাজু মদ্যপ ছিলেন। তারা এসে পঞ্চায়েতের ওপর উল্টাপাল্টা কথা বলছিলেন। গোলমালের খবর শুনে আমি সেখানে যাই। তারা আমার বাবার রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে আমাদের হেয় করার জন্য মিথ্যা অভিযোগ করছেন।
×