ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এএসপি হত্যা

মাইন্ড এইডের পরিচালকের জামিন বিষয়ে হাইকোর্টের রুল

প্রকাশিত: ২৩:১১, ১১ জুন ২০২১

মাইন্ড এইডের পরিচালকের জামিন বিষয়ে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিম হত্যা মামলায় হাসপাতালটির পরিচালক ফাতেমা খাতুন ময়নাকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে ফাতেমার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী ও এ্যাডভোকেট আরিফুল হক রোকন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ড. মোঃ বশির উল্লাহ। এর আগে গত বছরের ১২ নবেম্বর রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিম হত্যা মামলায় হাসপাতালটির পরিচালক ফাতেমা খাতুন ময়নাকে (৪৫) গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ফাতেমা আদাবর মাইন্ড এইড হাসপাতালের মালিকপক্ষের একজন পরিচালক। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন ফাতেমা। প্রসঙ্গত, হাসপাতাল থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার দিন সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুলকে টানাহেঁচড়া করে একটি কক্ষে ঢোকানো হয়। তাকে হাসপাতালের ছয় কর্মচারী মিলে মাটিতে ফেলে চেপে ধরেন। এরপর আরও দুজন কর্মচারী তার পা চেপে ধরেন। এ সময় মাথার দিকে থাকা দুজন কর্মচারীকে হাতের কনুই দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়।
×