ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এভরিথিং চেঞ্জ শুরু শুক্রবার

প্রকাশিত: ১৯:২৯, ১০ জুন ২০২১

এভরিথিং চেঞ্জ শুরু শুক্রবার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা লিস্ট ফেস্টের সহযোগিতায় ‘এভরিথিং চেঞ্জ’ শীর্ষক ওয়েবিনার সিরিজ আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। সিরিজটি আগামীকাল শুক্রবার (১১ জুন) থেকে শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত। সিরিজটি প্রযোজনা করছেন টালিয়েসিন আর্টস সেন্টার এবং সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভিটির অধ্যাপক ওয়েন শিয়ার্স। বৃহস্পতিবার (১০ জুন) বাংলাদেশ সময় রাত ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঔপন্যাসিক, কবি, উদ্ভাবক এবং দুইবারের বুকার পুরস্কার জয়ী মার্গারেট অ্যাটউড। তিনি ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সাজের সঙ্গে আলাপচারিতায় এভরিথিং চেঞ্জ নিয়ে আলোচনার মধ্য দিয়ে তার কাজ এবং অনবদ্য ক্যারিয়ার নিয়ে আলোচনা করবেন। লেখক এবং শিল্পীরা কম্যুনাল ইমাজিনেশনের বিপ্লবে কীভাবে অবদান রাখতে পারেন এবং ব্যক্তির সংকটে পাশে দাঁড়ানোর জন্য গল্প বলার নতুন ধরন অনুসন্ধানের প্রয়োজনীয়তা নিয়ে মার্গারেটের আলোচনায় আগ্রহীরা যোগ দিতে পারবেন। আগামী ১১ থেকে ১৯ জুন (বাংলাদেশ সময় রাত ১২টা) অনলাইনে আটটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। যেখানে পরিবর্তনের সাতটি প্রধান ক্ষেত্রের, অর্থ, খাদ্য, পানি, জ্বালানি, ন্যায়বিচার, গল্প এবং নিজস্ব পরিবর্তনের ওপর আলোকপাত করা হবে। টালিয়েসিন আর্টস সেন্টারের ওয়েবসাইটে প্রত্যেকটি ইভেন্টের টিকিট (ফ্রি) এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.taliesinartscentre.co.uk লিংকে। বাংলাদেশের বক্তাদের মধ্যে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি) পরিচালক ড. সালিমুল হক, মানবাধিকার কর্মী স্কলার ড. ফস্টিনা পেরেইরা. নারীবাদী, পরিবেশবিদ খুশি কবির, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান মেরিন, সোশ্যাল-ইকোলজিকাল সিস্টেম বিশেষজ্ঞ সামিয়া সেলিম, ব্র্যাক বাংলাদেশের জ্যেষ্ঠ পরিচালক শামেরান আবেদ, এবং আইনজীবী ও পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান। এ বিষয়ে ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সাজ বলেন, আসন্ন সংকটের ধ্বংসাত্মক প্রভাবগুলো এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে। আমাদের চিন্তাভাবনার ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আবশ্যক। বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ব্যক্তিদের নিয়ে গঠিত প্যানেলটি নিয়ে আমি অত্যন্ত আনন্দিত।
×