ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উন্নত সেবার জন্য বিকাশ থেকে এ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

প্রকাশিত: ২৩:৫৪, ২৭ মে ২০২১

উন্নত সেবার জন্য বিকাশ থেকে এ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শীর্ষ স্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের কাছ থেকে ‘পার্টনার রিকগনিশন এ্যাওয়ার্ড’ অর্জন করেছে। সম্প্রতি, বিকাশ লিমিটেড কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ‘পার্টনার রিকগনিশন প্রোগ্রাম’-এ এই পুরস্কারের ঘোষণা করা হয়। বিগত কয়েকবছর ধরে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ মোবাইল আর্থিক সেবাদান খাতে বিপ্লব ঘটানোর মাধ্যমে মোবাইল ওয়ালেট ও পেমেন্ট পরিশোধ প্রক্রিয়াকে জনপ্রিয় করে তুলেছে। ২০১৭ সাল থেকে হুয়াওয়ে বিকাশের কৌশলগত ও কারিগরি অংশীদার হিসেবে বিকাশের এই উন্নয়নে বিভিন্নভাবে সহায়তা করেছে। হুয়াওয়ে বিকাশকে ফিনটেক মোবাইল মানি কোর ও ই২ই সল্যুশনের পাশাপাশি নির্ভরযোগ্য হার্ডওয়্যার ও বিভিন্ন সফটওয়্যার প্রদান করেছে যা তাদের অন্যান্য ইকোসিস্টেমের সঙ্গে নিজেদের সিস্টেমকে সুসংহত করে উন্নতমানের আর্থিক সেবা নিশ্চিত করতে সাহায্য করেছে। তাই, বিকাশের উন্নয়নে এমন উন্নতমানের প্রযুক্তি সহায়তা এবং সেরামানের সেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ হুয়াওয়ে এই পুরস্কার অর্জন করেছে। উন্নত ডিজিটাল লেনদেনের মাধ্যমে মানুষের জীবনকে আরও সমৃদ্ধ করতে বিকাশ এবং হুয়াওয়ের মধ্যকার সফল অংশীদারিত্বেরই প্রতিফলন স্বরূপ এ স্বীকৃতি।
×