ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বজ্রপাতপ্রবণ অঞ্চলে নির্মাণ হবে শেখ হাসিনা কৃষক ছাউনি : দুর্যোগ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২২:০০, ১৭ মে ২০২১

বজ্রপাতপ্রবণ অঞ্চলে নির্মাণ হবে শেখ হাসিনা কৃষক ছাউনি : দুর্যোগ প্রতিমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ বজ্রপাতপ্রবণ ও হাওড় অঞ্চলে শেখ হাসিনা কৃষক ছাউনি নির্মাণ করার ঘোষণা দিলেন দুর্যোগ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম। সোমবার (১৭ মে) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের কোদাইলকাটি গ্রামের বিস্তীর্ণ মাঠে কৃষকদের জন্য নির্মিত শেখ হাসিনা কৃষক ছাউনির উদ্বোধনকালে এ ঘোষণা দেন তিনি। আগামীতে দেশের বিভিন্ন স্থানে এই কৃষক ছাউনি নির্মাণ করা হবে বলেও ঘোষণা দেন প্রতিমন্ত্রী। আর এই সঙ্গে জাতীয়ভাবে স্বীকৃতি পেল মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্যর উদ্ভাবিত কৃষকদের জন্য শেখ হাসিনা কৃষি ছাউনি প্রকল্পটি। উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম বলেন, আমরা হাজার চেষ্টা করেও বজ্রপাত প্রতিরোধ করতে পারছি না। ফসলের মাঠের মধ্যে শেখ হাসিনা কৃষক ছাউনি নির্মাণ করলে মানুষের যেমন প্রাণ রক্ষা পাবে। তেমনি, ঝড়-বৃষ্টি থেকেও কৃষকদের রক্ষা করা যাবে। এছাড়া বৃষ্টির কবল থেকে ফসলের নিরাপত্তার জন্যও এই কৃষক ছাউনিটি কাজে লাগবে। কৃষকরা এই ঘরে বসে তাদের ফসলের বিভিন্ন দিক নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা ও বিশ্রাম নিতে পারবেন। বাংলাদেশে এই প্রথম কৃষক ছাউনি নির্মাণের ভূয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের আবিষ্কার দেশের কোটি কোটি কৃষকদের কল্যাণে কাজ লাগবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ।
×