ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিধানসভা নির্বাচনে টলিউড নায়িকাদের ভরাডুবি

প্রকাশিত: ১৩:৪৫, ৩ মে ২০২১

বিধানসভা নির্বাচনে টলিউড নায়িকাদের ভরাডুবি

অনলাইন ডেস্ক ॥ ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার অন্যতম আকর্ষণ ছিল তারকা প্রার্থীদের অংশগ্রহণ। প্রধান দুটি দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির হয়ে প্রায় ২৫ জন শিল্পী নির্বাচন করেছেন। এরমধ্যে নায়িকাদের অবস্থা একেবারেই বেহাল। বলা যায়, ভরাডুবি হয়েছে তাদের। চিত্রনায়ক সোহম চক্রবর্তী ও হিরণ চ্যাটার্জি জয়ের মালা পেয়েছেন। আর নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে জয় পেয়েছেন আরও কয়েকজন। এদের মধ্যে চিরঞ্জিৎ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক আছেন। তবে কার্যত লাল, সবুজ বা গেরুয়া—শিবিরের রং যা-ই হোক না কেন, ভোট বাক্সে নিজেদের জনপ্রিয়তার প্রতিফলন ঘটাতে পারেননি তারা। আনন্দবাজার পত্রিকার মতে, তারকা প্রার্থীদের হারের তালিকাটা সুদীর্ঘ। বিজেপির শ্রাবন্তী চ্যাটার্জি, পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, পার্নো মিত্র, যশ দাশগুপ্ত আর তৃণমূলের সায়নি ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় মুখগুলো হেরেছে। নিচে থাকলে বিজয়ী ও বিজিত তারকাদের তালিকা: বিজয়ী- চিরঞ্জিৎ চক্রবর্তী – বারাসাত (তৃণমূল কংগ্রেস) সোহম চক্রবর্তী– চণ্ডীপুর (তৃণমূল কংগ্রেস) হিরণ চট্টোপাধ্যায়– খড়গপুর সদর (বিজেপি) কাঞ্চন মল্লিক– উত্তরপাড়া (তৃণমূল কংগ্রেস) জুন মালিয়া– মেদিনীপুর (তৃণমূল কংগ্রেস) রাজ চক্রবর্তী– বারাকপুর (তৃণমূল কংগ্রেস) অগ্নিমিত্রা পাল– আসানসোল দক্ষিণ (বিজেপি) পরাজিত- রুদ্রনীল ঘোষ– ভবানীপুর (বিজেপি) বাবুল সুপ্রিয়– টালিগঞ্জ (বিজেপি) শ্রাবন্তী চট্টোপাধ্যায়– বেহালা পশ্চিম (বিজেপি) পায়েল সরকার– বেহালা পূর্ব (বিজেপি) পার্নো মিত্র– বরানগর (বিজেপি) যশ দাশগুপ্ত– চণ্ডীতলা (বিজেপি) লকেট চট্টোপাধ্যায়– চুঁচুড়া (বিজেপি) তনুশ্রী চক্রবর্তী– শ্যামপুর (বিজেপি) অঞ্জনা বসু– সোনারপুর দক্ষিণ (বিজেপি) পাপিয়া অধিকারি– উলুবেড়িয়া দক্ষিণ (বিজেপি) সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়– বাঁকুড়া (তৃণমূল কংগ্রেস) সায়নি ঘোষ– আসানসোল দক্ষিণ (তৃণমূল কংগ্রেস) কৌশানি মুখোপাধ্যায়– কৃষ্ণনগর উত্তর (তৃণমূল কংগ্রেস) সূত্র: আনন্দবাজার
×