ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেসরকারী জেটিতে প্রথমবারের মতো ভিড়ল জাহাজ

প্রকাশিত: ০১:১৯, ৩১ মার্চ ২০২১

বেসরকারী জেটিতে প্রথমবারের মতো ভিড়ল জাহাজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ কর্ণফুলী নদীর আনোয়ারা অংশে নির্মিত একটি বেসরকারী জেটিতে প্রথমবারের মতো জাহাজ ভিড়েছে। চট্টগ্রাম বন্দরের টাগবোটের সাহায্যে মঙ্গলবার দুপুর ১টার দিকে জাহাজটিকে ‘কর্ণফুলী ড্রাই ডক’ নামের ওই জেটিতে আনা হয়। পানামা পতাকাবাহী দিনা ওশান নামের কার্গো জাহাজটি ইস্পাত তৈরির দেশীয় প্রতিষ্ঠান বিএসআরএমের স্ক্র্যাপ নিয়ে জাপানের চিবা বন্দর থেকে গত ২৩ মার্চ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করে। মেরিটাইম সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি ১৫৪ ফুট লম্বা। এর ড্রাফট (পানির নিচের অংশ) সাড়ে ৯ মিটার। বিএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত বলেন, ‘মঙ্গলবার দুপুরে আমাদের ১৫ হাজার ২২১ টন স্ক্র্যাপ নিয়ে জাহাজটি কর্ণফুলী নদীর আনোয়ারা অংশে নির্মিত বেসরকারী জেটিতে সফলভাবে ভিড়েছে। মাল খালাসের কথা রয়েছে বুধবার থেকে।’ তিনি আরও বলেন, ‘স্ক্র্যাপগুলো চট্টগ্রাম বন্দরের জেটিতে খালাস করতে হলে আরও ১৪ দিন সময় লাগত। কিন্তু বেসরকারী জেটি হওয়ায় অন্তত ১৪ দিন সময় বাঁচল। এতে করে একদিকে তাড়াতাড়ি পণ্য খালাস হবে, অন্যদিকে খরচও কমবে।’ কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ বলেন, ‘বেসরকারীভাবে জাহাজ ভেড়ানোর জন্য দুটি জেটি নির্মাণ করা হয়েছে। একটিতে এরইমধ্যে জাহাজ ভিড়েছে। অন্যটিতেও শীঘ্রই জাহাজ ভিড়তে পারবে।’
×