ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত : বাসের হেলপার-সুপারভাইজার আটক

প্রকাশিত: ২০:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২১

হবিগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত : বাসের হেলপার-সুপারভাইজার আটক

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রী যাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বাসটির সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ উপজেলার ওসমানী রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ঢাকাগামী লাকী পরিবহনের হেলপার ইব্রাহিম খলিল ও বাসটির সুপারভাইজার রতন সূত্রধর। আটক খলিল নরসিংদী ও রতন মুন্সিগঞ্জের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার (২৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের স্নাতক পড়ুয়া এক ছাত্রী লাকী পরিবহনের বাসে করে হবিগঞ্জ থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন। পথে চলন্ত বাসেই হেলপার খলিল ও সুপারভাইজার রতন মেয়েটিকে উত্ত্যক্ত করে। বাস থেকে নেমে কলেজছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর রোববার পুনরায় একই রোডে যাওয়ার সময় স্থানীয় লোকজন বাসটিকে থামিয়ে অভিযুক্ত দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ডালিম আহমেদ জানান, স্থানীয় লোকজন বাসটির সুপারভাইজার ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা উল্লেখ করে তারা একটি লিখিত অভিযোগও দায়ের করেন। পুলিশ এ বিষয়ে খতিয়ে দেখছে।
×