ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একসঙ্গে প্রেমিক-প্রেমিকার কীটনাশক পান ॥ প্রেমিকের মৃত্যু

প্রকাশিত: ১২:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২১

একসঙ্গে প্রেমিক-প্রেমিকার কীটনাশক পান ॥ প্রেমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ প্রেমের পরিণতি, প্রেমিক মোঃ রাজুর (৩০) আত্মহননের মধ্য দিয়ে; আর প্রেমিকা সুমাইয়া (১৮) হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে। এই যুগল বৃহস্পতিবার সন্ধ্যায় একই সঙ্গে কীটনাশক পান করে আত্মহননের পথ বেচে নিয়েছিল। যেন অন্ধ প্রেমের পরিণতি মৃত্যু, এটাই চেয়েছিল এরা। প্রথমে কুয়াকাটা হাসপাতালে, পরে রাত আট টায় কলাপাড়া হাসপাতালে অচেতন অবস্থায় উভয়কে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় রাজু মৃত্যুর কোলে ঢলে পড়ে। পারিবারিক স্বীকৃতি না মেলায় এ যুগল আত্মহননের পথে ধাবিত হয়। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বন্দরের এ ঘটনাটি এখন সর্বত্র আলোচিত হচ্ছে। যেন এ যুগের লাইলি-মজনু হতে চেয়েছিল ওরা। আরও কত কী বলে বেড়াচ্ছেন মানুষ! পারিবারিক সূত্রমতে, কুয়াকাটা খানাবাদ কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী রাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুমাইয়ার। বিষয়টি জেনে সুমাইয়াকে পাশের মাইটভাঙ্গা গ্রামের কামাল হাওলাদারের সঙ্গে বিয়ে দেয় পরিবার। প্রায় এক বছর আগে এই বিয়ে সম্পন্ন হয়। কিন্তু তাতে কী; প্রেম তো প্রেম। মানেনা বয়স, জাত কিংবা কূল। সুমাইয়া মানষিকভাবে এই বিয়ে মানেনি। স্বামীর বাড়ি না গিয়ে থাকত বাবার বাড়ি আলীপুরে। রাজুর সঙ্গে যোগাযোগ চলছিল। কিন্তু পরিবার বিষয়টি মেনে নেয়নি। ফলে দু’জনেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারের ঠিকানায় যেতে একই সঙ্গে বিষ পান করে। আলীপুরের একটি বাসায় কীটনাশক পান করে তারা আত্মহননের চেষ্টা চালায়। এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সুমাইয়া বর্তমানে অনেকটা সুস্থ রয়েছে বলে চিকিৎসক জেএইচ খান লেনিন জানিয়েছেন।
×