ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলার দ্বীপের রানী ভোলা জেলার ব্র্যান্ডবুকের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১৬:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২১

বাংলার দ্বীপের রানী ভোলা জেলার ব্র্যান্ডবুকের মোড়ক উন্মোচন

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ বাংলার দ্বীপের রানী ভোলা জেলার ব্র্যান্ডবুকের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওয়লাদারের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, গেষ্ট অব অনার ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলুসহ অতিথি বৃন্দ ব্র্যান্ডবুকের মোড়ক উন্মোচন করেন। ১৬০ পাতা বিশিষ্ট এই বইটিতে এক সাথে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা হয়েছে। অনুষ্ঠানে এ সময় জেলা প্রশাসক বলেন, ভোলা জেলার ব্র্যান্ডবুকে এ জেলার পর্যটন ইতিহাস সংস্কৃতি ঐতিয্য তুলে ধরা হয়েছে। এই বই প্রতিটি জেলাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে। যাতে করে এই বই পড়ে দেশ বিদেশের মানুষ ও নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ভোলা আদি ইতিহাস ঐতিয্য ও দর্শনীয় পর্যটন এলাকা সর্ম্পকে ধারনা পাবে। এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাভ অপু প্রমুখ।
×