
স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আজ বুধবার দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার মা ওজিফা খাতুনের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি রাত পনে নয়টায় ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি---রাজিউন)। মরহুমার পরিবারের পক্ষ থেকে করুনাময় আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়েছে তিনি যেন মমতাময়ী মাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করে দেন।