ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদাকে ভয় পায় বলেই সরকার বন্দী করে রেখেছে ॥ নজরুল

প্রকাশিত: ২১:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১

খালেদাকে ভয় পায় বলেই সরকার বন্দী করে রেখেছে ॥ নজরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ভয় পায় বলেই এখনও তাকে বন্দী করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা ঘোষণা দিবস’ এর ৫১ বছর পূর্তি উপলক্ষে জাতীয় পার্টি (জাফর) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অপর এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ সরকারকে একদিন জনতার আদালতে দাঁড়াতে হবে। এ সরকারকে একদিন জনতার আদালতে দাঁড়াতে হবে- রিজভী ॥ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এ সরকারকে একদিন জনতার আদালতে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
×