ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে কোকেন আমদানি মামলার সাক্ষ্যগ্রহণ ফের শুরু

প্রকাশিত: ২১:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১

চট্টগ্রামে কোকেন আমদানি মামলার সাক্ষ্যগ্রহণ ফের শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সানফ্লাওয়ার অয়েল ঘোষণা দিয়ে তরল কোকেন আমদানির ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ ফের শুরু হয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় একবছর নয় মাস বন্ধ থাকার পর মঙ্গলবার আবারও শুরু হয়েছে মামলাটির বিচার কার্যক্রম। চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে এদিন ৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আদালত আগামী ৩ মার্চ পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে। মঙ্গলবার যে তিনজন সাক্ষ্য দিয়েছেন তারা হলেন আবু মুসা জামাল, ফারুক হোসেন ও মনিরুল ইসলাম। এ তিন সাক্ষী জব্দ তালিকা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। কোকেন পাচার সংক্রান্ত কম্পিউটার ও কাগজপত্র জব্দের সময় সাক্ষী করা হয়েছিল। সূর্যমুখী তেল আমদানির ঘোষণা দিয়ে তরল কোকেন আনার মামলায় এর আগে ২০১৯ সালের ২৯ এপ্রিল মোট দশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই বছরের ১৯ থেকে ২২ মে পর্যন্ত সাক্ষ্যগ্রহণ হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ২০১৫ সালের ৭ জুন চট্টগ্রাম বন্দরে একটি কন্টেনার সিলগালা করে শুল্ক ও গোয়েন্দা অধিদফতর।
×