ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানসিক চাপ কমায় বনসাই

প্রকাশিত: ২২:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১

মানসিক চাপ কমায় বনসাই

দিন দিন বাড়ছে বাড়িতে বনসাই গাছ লাগানোর চল। কখনও শোয়ার ঘরের কোণে, তো কখনও খাওয়ার টেবিলের ওপরেই সে সব গাছ সাজানো থাকছে পাত্রে। এ গৃহসজ্জার নতুন চল তো বটেই, তবে এর পেছনে আছে কিছু কারণও। ১) মানসিক চাপ কমে চোখের সামনে সবুজ দেখতে পেলে মানসিক চাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকে বলে মনে করেন চিকিৎসকরা। চার দিকে সবুজ যত কমছে, এভাবেই গাছ লাগানোর চল তত বাড়ছে ঘরে ঘরে। ২) ঘরের ভেতরের হাওয়া পরিষ্কার থাকে প্রতি ঘরে গাছ থাকলে দূষিত বায়ু কম চলাচল করে বাড়ির অন্দরে। ফলে শরীরের জন্য বনসাই গাছ রাখা খুবই জরুরী। ৩) যত্ন নেয়া সহজ এই ধরনের গাছের যত্ন নেয়াও খুব কঠিন নয়। অনেকে গাছ লাগাতে ভালবাসলেও যথেষ্ট সময় পান না বাগান করার। কিন্তু বনসাই গাছের পেছনে বেশি সময় দিতে হয় না। সামান্য আলো-জল পেলেই সুখে থাকে গাছ। ফলে দেরি না করে এ বার নিজের ঘরটাও সাজিয়ে ফেলুন এমন কিছু গাছে!
×