ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিন এশিয়ায় এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২১:৩০, ২৭ জানুয়ারি ২০২১

দক্ষিন এশিয়ায় এগিয়ে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনা মহামারিতে চলছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। তবে তার মধ্যেই সুখবর হলো ২০২০ সালে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সামান্য হলেও বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে কাজ করা ইউনাইটেড ন্যাশনস ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএন ডেসা)। এতে বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশের জিডিপি বেড়ে শূন্য দশমিক পাঁচ শতাংশে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক তিন শতাংশ। তবে কমেছে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর। ভারতের জিডিপি কমে হয়েছে পাঁচ দশমিক সাত শতাংশ, পাকিস্তানের এক দশমিক দুই শতাংশ আর নেপালের শূন্য দশমিক পাঁচ শতাংশ। জাতিসংঘ বলছে, চলতি অর্থবছরে অনেক দেশের অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের প্রবৃদ্ধি হবে পাঁচ দশমিক এক শতাংশ, ভারতের সাত শতাংশ, পাকিস্তানের শূন্য দশমিক পাঁচ শতাংশ, ভুটানের তিন দশমিক পাঁচ শতাংশ, মালদ্বীপের নয় দশমিক নয় শতাংশ, আফগানিস্তানের চার দশমিক চার শতাংশ এবং শ্রীলংকার তিন দশমিক এক শতাংশ।
×