ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ১৪:৫৪, ১৪ জানুয়ারি ২০২১

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা বাঁশখালী ॥ চট্রগ্রামের বাঁশখালী পৌরসভায় অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ জলদী আসকরিয়া পাড়া সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। বাঁশখালী ফায়ার সার্ভিস এসে ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আসকরিয়া সড়কে সবুর বিল্ডিংয়ের কাছে ৪টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন- রাজীব তালুকদারের মালিকানাধীন শাহ্ মোহছেন আউলিয়া ফার্মেসী, কামাল উদ্দিনের ইলেকট্রিক সামগ্রী, বেলাল উদ্দিনের ফটোষ্ট্যাট ষ্টেশনারী, আবুল বশর এর মালিকানাধীন মেসার্স বশর ষ্টোর মুদির দোকান। ফায়ার সার্ভিসের টিম লিডার লিটন বৈষ্ণব জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময় ভবনের সকল সদস্যরা রাস্তায় নেমে আসে। ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।
×