ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্বাচনী সহিংসতা

শৈলকুপায় আওয়ামী লীগ নেতা নিহত

প্রকাশিত: ০১:১০, ১৪ জানুয়ারি ২০২১

শৈলকুপায় আওয়ামী লীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৩ জানুয়ারি ॥ ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বল্টু (৫০) নামে একজন নিহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে ৮নং কবিরপুর ওয়ার্ডের আওয়ামী লীগের দুজন কাউন্সিলরের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বল্টু শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, আগামী ১৬ জানুয়ারি শৈলকুপা পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক কাউন্সিলর প্রার্থী রয়েছে। বুধবার রাতে ৮ নং কবিরপুর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও আলমগীর হোসেন বাবু সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের পক্ষের লিয়াকত হোসেন বল্টু নিহত হয়। এ ঘটনার পর শৈলকুপায় টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে আবারও সংঘর্ষের আশঙ্কা করেছেন অনেকে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে বাপ্পি নামে একজনকে গ্রেফতার করেছে।
×