ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনা নগরীর ভাঙ্গা সড়ক সংস্কার দাবি

প্রকাশিত: ২১:২৪, ১৪ জানুয়ারি ২০২১

খুলনা নগরীর ভাঙ্গা সড়ক সংস্কার দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা ও আগুয়ান ’৭১ সংগঠনের উদ্যোগে খুলনা নগরীর বিভিন্ন রুটে গণপরিবহন (বাস) চালু, রূপসা-শিপইয়ার্ডসহ কেডিএর অধীনস্থ সকল ভাঙ্গা সড়ক সংস্কারসহ ৫দফা দাবিতে বুধবার বেলা ১১টায় দৌলতপুর শহীদ মিনারের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মেয়রের নিকট স্মারকলিপি পেশ, পদযাত্রা, কেডিএর সামনে অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব এবং সঞ্চালনায় ছিলেন আগুয়ান ’৭১ খুলনা জেলা শাখার সভাপতি আবিদ হাসান শান্ত। বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিং রায়, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব ও কেসিসির ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, নাগরিক নেতা শাহিন জামান পন, মিনা আজিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ মফিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান, নিসচার নগর সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জাতীয় কবিতা পরিষদের মোঃ ইমদাদ আলী, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসিরউদ্দিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, খুলনা মহানগরীর উন্নয়নে বড় বাধা এখন কেডিএ। তাদের অবহেলায় খুলনা সড়কগুলো আজ নগরবাসীর ভোগান্তি কারণ হয়ে দাঁড়িয়েছে। কেডিএ-অধীনস্থ সকল সড়কই আজ অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ। কেডিএর প্রয়োজনীয়তা খুলনাবাসীর নিকট এখন প্রশ্নবিদ্ধ। কেডিএ-এর কোন কাজই খুলনা নগরবাসীর জন্য ইতিবাচক নয়। বক্তারা অবিলম্বে কেডিএর সড়ক সংস্কার এবং এক মাসের মধ্যে খুলনার রাস্তায় পর্যাপ্ত সংখ্যক দুইতলাবিশিষ্ট বিআরটিসি বাস না নামানো না হলে আন্দোলন শুরু করা হবে। যেসব সিন্ডিকেট চালক এবং যাত্রীদের জিম্মি করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এইসব সিন্ডিকেট বন্ধ করতে হবে।
×