ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা ১৮০ দিনে নিষ্পত্তি না করার কারণ জানাতে সার্কুলার

প্রকাশিত: ২২:৫২, ২৯ ডিসেম্বর ২০২০

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা ১৮০ দিনে নিষ্পত্তি না করার কারণ জানাতে সার্কুলার

স্টাফ রিপোর্টার ॥ নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলা নির্ধারিত ১৮০ দিনে নিষ্পত্তি না করার কারণ জানাতে সার্কুলার জারি করেছে সুপ্রীমকোর্ট প্রশাসন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলা নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হলে, কেন হয়নি তা জানিয়ে প্রতিবেদন দেয়ার বিধানটি আবশ্যিকভাবে প্রতিপালন হয়নি। তাই আইনটি যথাযথভাবে অনুসরণ করতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, পাবলিক প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তাকে (পুলিশ) নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্ট। সুপ্রীমকোর্টের প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়।
×