ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

র‌্যাপিড এ্যান্টিজেনে করোনা পরীক্ষা বাড়ছে কেরানীগঞ্জে

প্রকাশিত: ২১:২৯, ২৭ ডিসেম্বর ২০২০

র‌্যাপিড এ্যান্টিজেনে করোনা পরীক্ষা বাড়ছে কেরানীগঞ্জে

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৬ ডিসেম্বর ॥ কেরানীগঞ্জে দ্রুততম সময়ে করোনা শনাক্তকরণের জন্য এই র‌্যাপিড এ্যান্টিজেন কিট যথেষ্ট ভূমিকা রাখছে। তবে এই টেস্টে সঠিকভাবে করোনা শনাক্তের বিষয়ে কিছুটা সংশয়ও আছে। কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমারজেন্সি রোগীরা আসছেন করোনার এই র‌্যাপিড এ্যান্টিজেন টেস্ট করানোর জন্য। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনেশিয়ান কর্মকর্তা অমূল্য চন্দ্র সরকার জানান, নাক থেকে রস নিয়ে কেরানীগঞ্জেই এ্যান্টিজেন পরীক্ষা করা হয় যে এ্যান্টিজেন সার্স কোভ-২ ভাইরাসে মেলে, এ পরীক্ষা সাধারণত ল্যাবরেটরিতে হয় না এবং রেজাল্ট ৩০ মিনিটে মেলে।
×