ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে ৪ কোটি টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২১:০০, ২১ ডিসেম্বর ২০২০

যশোরে ৪ কোটি টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, যশোর ॥ পাঁচ লাখ ইউএস ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। যা বাংলাদেশের টাকায় প্রায় সাড়ে চার কোটি টাকা। রবিবার দুপুরে ৪৯ বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল মোঃ সেলিম রেজা। গ্রেফতার দুই হুন্ডি ব্যবসায়ী হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুলাতলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ও চাঁদপুর জেলার মতলব থানার খাণ্ডড়ীয়া গ্রামের রশিদ বেপারীর ছেলে হৃদয় মিয়া। ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের নাভারণ-উলাসী পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি টয়োটা প্রাইভেটকার তল্লাশি শুরু করে। প্রাইভেটকারের দরজায় বিশেষ বক্সে লুকানো অবস্থায় ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে পাঁচ লাখ ইউএস ডলার জব্দ করা হয়। যা বাংলাদেশী টাকায় চার কোটি চল্লিশ লাখ পাঁচ হাজার তিন শ’ টাকা।
×