ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হুতি বিদ্রোহীদের হাতে বন্দী পাঁচ বাংলাদেশী মুক্ত

প্রকাশিত: ০০:৫৬, ৩ ডিসেম্বর ২০২০

হুতি বিদ্রোহীদের হাতে বন্দী পাঁচ বাংলাদেশী মুক্ত

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ নয় মাস ইয়েমেনের সানায় হুতি বিদ্রোহীদের হাতে বন্দী থাকার পর পাঁচ বাংলাদেশী নাবিক মুক্তি পেয়েছেন। তারা ওমানে মাছিরা নামে একটি জাহাজ কোম্পানিতে কাজ করা অবস্থায় আটক হয়। তাদের সঙ্গে কয়েকজন ভারতীয় নাগরিকও আটক ছিলেন। বন্দীদশা থেকে মুক্ত হওয়ার পর তাদের এডেনে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গেছে, মুক্তি পাওয়া ৫ নাবিক দেশে ফিরবেন আগামী সপ্তাহে। বর্তমানে তারা ইয়েমেনের সানায় একটি হোটেলে অবস্থান করছে। আজ বৃহস্পতিবার এডেনে পৌঁছানোর পর ভারত হয়ে তারা শীঘ্রই বাংলাদেশে ফেরত আসবেন। নাবিকদের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানিয়েছে। বাংলাদেশী নাবিকরা হলো মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আবু তৈয়ব ও মোহাম্মদ ইউসুফ। এ বছরের প্রথমদিকে সৌদি আরবে যাওয়ার পথে ঘূর্ণিঝড়ের কবলে পড়লে ইয়েমেনের সুমদ্র সীমানায় ঢুকে পড়ে জাহাজটি। পরে হুতি কোস্টগার্ড তাদের ধরে নিয়ে যায়।
×