ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

প্রকাশিত: ২২:১৬, ২ ডিসেম্বর ২০২০

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩১ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ২২৯৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬৬৭৫ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২৫১৩ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫০১টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ৮৮ হাজার ২০২টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭৯ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৮২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। মঙ্গলবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ১ জন, সিলেটে ১ জন এবং ময়মনসিংহে ১ জন রয়েছেন।
×