ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এখনও শূন্য পাঁচ পদ

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা

প্রকাশিত: ২৩:১৫, ২৬ নভেম্বর ২০২০

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শূন্য থাকা ছয়টি পদের মধ্যে একটি পূরণ করা হয়েছে। দলটির ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফাকে। ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে এখনও দুটি সভাপতিমণ্ডলীর এবং তিনটি কার্যনির্বাহী সদস্য মিলিয়ে মোট পাঁচটি পদ শূন্য রয়েছে। গত বছরের ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তাতে নবম বারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন ওবায়দুল কাদের। এর কয়েকদিন পর ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে তখন ধর্ম এবং শিল্প ও বাণিজ্য সম্পাদক পদ ফাঁকা রাখা হয়েছিল। এরপর গত ১১ সেপ্টেম্বর সেই ফাঁকা পদে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে দলের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক করা হয়েছে। আর এবার পূরণ করা হলো ধর্ম সম্পাদকের পদটি। আওয়ামী লীগে দুটি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদও তখন খালি ছিল। এরপর মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুটি পদ শূন্য হয়। এছাড়া দলের কেন্দ্রীয় সদস্য সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানও মারা যান। ফলে আওয়ামী লীগে দুই সভাপতিমণ্ডলী ও তিন কার্যনির্বাহী সদস্য মিলিয়ে এখনও পাঁচটি পদ শূন্য থাকল। এদিকে বুধবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে এ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ফরিদুল ইসলাম কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ॥ এদিকে এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতির নির্দেশক্রমে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুতুব ॥ মোঃ নূর কুতুব আলম মান্নানকে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়য়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হয়। এ কারণে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নূর কুতুব আলম মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে গত ১৮ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। এ কমিটির সভাপতি নির্বাচিত হন ফজলুল হক মন্টু এবং কেএম আজম খসরুকে সাধারণ সম্পাদক করা হয়। আর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান নূর কুতুব আলম মান্নান। ফজলুল হক মন্টু গত শুক্রবার ভোর ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে সভাপতির পদ শূন্য হয়েছিল।
×