ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ থেকে মানবপাচারের অভিযোগে ইতালিতে আটক ৮

প্রকাশিত: ০০:৪৩, ২৫ নভেম্বর ২০২০

বাংলাদেশ থেকে মানবপাচারের অভিযোগে ইতালিতে আটক ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে মানবপাচারের অভিযোগে ইতালির দুই নাগরিকসহ ৮ জনকে গ্রেফতার করেছে ইতালির ক্যারাবিয়ান পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বিভাগ পিয়েমন্তের প্রধান শহর তোরিনোতে একটি অভিযান চালিয়ে এদের আটক করা হয়। খবর বাংলানিউজের। তবে আটককৃত অন্য ৬ বিদেশী নাগরিক কোন দেশের সে বিষয়ে এখনও কিছু বলেনি স্থানীয় প্রশাসন। জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে অর্থের বিনিময়ে অবৈধপথে ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার করে আসছে। এছাড়া দেশটিতে অবৈধভাবে আশ্রয় দেয়ার পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশে পাচার করে আসছিল। বর্তমানে যারা ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার করে আসছে তাদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ইতালীয় প্রশাসন।
×