ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ গেমসের পরিসর কমছে

প্রকাশিত: ২০:৫৩, ২৩ নভেম্বর ২০২০

বাংলাদেশ গেমসের পরিসর কমছে

স্পোর্টস রিপোর্টার ॥ ঘাতক করোনাভাইরাসের কারণে আগামী বছর ছোট পরিসরে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। রবিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্রমতে ১০ হাজার এ্যাথলেটের বাংলাদেশ গেমসের পরিসর প্রায় অর্ধেকে নেমে আসবে। গেমসে প্রত্যেকটি ডিসিপ্লিনে ইভেন্ট ও অংশ নেয়া ক্রীড়াবিদদের সংখ্যা কমবে। এছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী ২-১০ এপ্রিল চীনের সানিয়া সিটিতে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমসে এ্যাথলেটিক্স ডিসিপ্লিনে দু’জন এ্যাথলেট পাঠানো হবে। ২১-৩০ মে থাইল্যান্ডের ব্যাংকক ও পাটায়ায় অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ এশিয়ান ইনডোর এ্যান্ড মার্শাল আর্টস গেমসে দাবা, শর্ট কোর্স সুইমিং ২৫ মিটার, তায়কোয়ানদো, কারাতে, ইনডোর রোইং, থ্রি নট থ্রি বাস্কেটবল এবং ট্রেডিশন রেসলিং এই ৭টি ডিসিপ্লিনে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে।
×