ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেবাচিমের ১০ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১৪:৪০, ৩১ অক্টোবর ২০২০

শেবাচিমের ১০ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মারধরের অভিযোগ এনে শেবাচিম হাসপাতালের ১০ জন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। একই হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিস্ট্রার ডাঃ মোঃ মাসুদ খান বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেছেন। থানার ওসি নূরুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ওই চিকিৎসককে মারধর ও নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার দায়ের করা মামলায় শেবাচিম হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সজল পান্ডে, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও কলেজের শিক্ষার্থী অভির নাম উল্লেখসহ ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর আগে গত ২০ অক্টোবর হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্র্রার মাসুদ খানকে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক মারধর করেছেন বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে ২২ অক্টোবর মাসুদ খানের বিরুদ্ধে হাসপাতালের পরিচালকের কাছে অভিযোগ দায়ের করেন ইন্টার্ন চিকিৎসকরা। এরপর মাসুদ খানের শাস্তি ও তার কমিশন বাণিজ্য বন্ধের দাবিতে বৃহস্পতিবার দিবাগত রাতে জরুরি বিভাগের গেট আটকে কর্মবিরতির ডাক দেয় ইন্টার্ন চিকিৎসকরা। আড়াই ঘণ্টা পর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়।
×