ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তালাবদ্ধ করে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

শেবাচিমের জরুরি বিভাগে আগত রোগীদের চরম ভোগান্তি

প্রকাশিত: ১৩:২৮, ৩০ অক্টোবর ২০২০

শেবাচিমের জরুরি বিভাগে আগত রোগীদের চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের গেটে বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে করে চরম ভোগান্তিতে পরেছেন জরুরি বিভাগে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনরা। এমনকি হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে শেবাচিমের পরিচালক ডাঃ বাকির হোসেন ও সহকারী পরিচালক ডাঃ মনিরুজ্জামান শাহীনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কেহই ফোন রিসিভ করেননি। তবে হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সজল পান্ডে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের কাছে বিক্ষোভের কারণ জানতে চাইলে তার কোনো সদুত্তর না দিয়ে পরে জানানো হবে বলে জানিয়েছেন। নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, চিকিৎসকদের মধ্যে হাসপাতালের সামনে থাকা ডায়াগনস্টিক সেন্টারের দেওয়া কমিশন নিয়ে দ্বন্ধের জেরধরে জরুরি বিভাগের গেট আটকে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে কমিশন নিয়ে বিরোধের জেরধরে শেবাচিমের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার ডাঃ মাসুদ খানকে গত ২০ অক্টোবর মারধর করেন কতিপয় ইন্টার্ন চিকিৎসক। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালের পরিচালক বাকির হোসেনের কাছে চিকিৎসক মাসুদ খান ও ইন্টার্ন চিকিৎসকরা পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন। এরপর ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি গঠণ করা হয়। যেখানে সহকারী রেজিস্ট্রার মাসুদ খানের ওপর হামলায় অভিযুক্ত সজল পান্ডেকে সভাপতি এবং তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
×