ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডাচ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

প্রকাশিত: ০১:০৩, ৩০ অক্টোবর ২০২০

ডাচ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ দক্ষিণ এশিয়া অঞ্চলে বিনিয়োগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডাচ বিনিয়োগকারীরা। তাই ডাচ ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুলাহ। খবর অনলাইনের। বৃহস্পতিবার আন্তর্জজাতিক ব্যবসা উন্নয়নমূলক পরামর্শক প্রতিষ্ঠান লারিভ ও বাংলাদেশের বিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইট ক্যাসল পার্টনার্সের (এলসিপি) মধ্যকার কৌশলগত অংশীদারিত্বমূলক চুক্তির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে ডাচ ব্যবসায়ীদের তিনি এ আহ্বান জানান। দেশের বিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইট ক্যাসল পার্টনার্স (এলসিপি) এ অনুষ্ঠানের আয়োজন করে। রিয়াজ হামিদুলাহ বলেন, ডাচদের বাংলাদেশে বিনিয়োগে অসাধারণ রেকর্ড আছে। বর্তমানে ব্যবসা বিনিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কোন সীমানা নেই। সে প্রেক্ষাপটে লারিভ ও লাইট ক্যাসল পার্টনার্সের (এলসিপি) মধ্যে এ কৌশলগত অংশীদারিত্ব শুধু আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি বাড়বে না, বরং বাংলাদেশে আগত বিনিয়োগকারীদের বাজার প্রবেশে উৎসাহ জোগাবে। বর্তমানে বাংলাদেশের বাজারে প্রবেশাধিকার আরও সহজ হওয়ায় ডাচরা ইচ্ছা করলে এখানে কৃষি ও ভোগ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ, বিপণন ও সংরক্ষণে আরও বিনিয়োগ বাড়াতে পারেন।
×