ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনায় প্রাথমিকে শিক্ষকদের বদলি বন্ধ

প্রকাশিত: ০০:১৭, ২৬ অক্টোবর ২০২০

করোনায় প্রাথমিকে শিক্ষকদের বদলি বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ মহামারী করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ করে দেয়া হয়েছে। রবিবার প্রাথমিক শিক্ষা অধিদফতর শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশনা দিয়ে নয়টি বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালকদের চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ এর সংক্রমণজনিত কারণে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সকল প্রকার বদলি বন্ধ রাখা সমীচীন। এমতাবস্থায় করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষকদের সকল ধরনের বদলি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।’ চিঠির অনুলিপি সব জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা ছাড়াও উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির নির্দেশিকা অনুযায়ী, সাধারণভাবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা প্রতি শিক্ষা বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে একই উপজেলা/থানা, আন্তঃউপেজেলা/থানা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ এবং যে কোন উপজেলা/জেলা থেকে সিটি কর্পোরেশনে বদলি করা যায়। বদলির এই তিন মাস সময়কাল ছাড়া অন্য সময় যেকোন বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য হলে ওই পদ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিক পূরণ করা সম্ভব না হলে বিভাগীয় উপ-পরিচালক নিজ অধিক্ষেত্র ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকার মধ্যে এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রধান শিক্ষক পদে আন্তঃবিভাগ বদলি করতে পারেন। তবে এ বছর করোনার কারণে অনলাইনে বদলির উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সফটওয়্যার ডেভেলপমেন্টও করা হয়েছে। উল্লেখ্য, সারাদেশে ৬৫ হাজারের মতো সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখের বেশি শিক্ষক রয়েছেন।
×