ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁর পত্নীতলায় বিষ প্রয়োগে জমির ধান নষ্ট

প্রকাশিত: ১৬:৪৪, ২৫ অক্টোবর ২০২০

নওগাঁর পত্নীতলায় বিষ প্রয়োগে জমির ধান নষ্ট

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউপির আমবাটী গ্রামের কৃষক আব্দুস সামাদের এক একর জমির ধান শুক্রবার রাতে তার প্রতিপক্ষরা ঘাষ মারা বিষ প্রয়োগ করে বিনষ্ট করেছে। জানাগেছে, উপজেলার পাটিচরা ইউপির আমবাটী গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে আব্দুস সামাদের ভোগদখলকৃত ৯০ শতক জমি নিয়ে প্রতিপক্ষ মৃত ময়েন উদ্দীনের ছেলে আব্দুল করিম, আবুল কালাম, শরিফুল, আশরাফুল ইসলাম গংদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। বিগত সময়ে গ্রাম্য সালিশে তা সমাধানের চেষ্টা করলেও পরবর্তীতে তা আদালতে মামলা রুজু হয়। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যা রাতে আব্দুস সামাদের প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে বিবাদমান ওই জমির রোপনকৃত ধানে স্প্রে মেশিন দিয়ে বিষ প্রয়োগ করে। এখবর জানতে পেরে আব্দুস সামাদসহ তার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিপক্ষকে বাধা দিলে তারা তাদের ওপর চড়াও হয়। এসময় আব্দুস সামাদসহ তার লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থালে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। বিষয়টি পরে আব্দুস সামাদ স্থানীয় কৃষি অধিদফতরে জানালে স্থানীয় কৃষি অধিদফতর ধানক্ষেত পরিদর্শন করে জমিতে ঘাষ মারা বিষ প্রয়োগ করা হয়েছে বলে শনিবার তাদের নিশ্চিত করেছেন। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার জানান, কৃষকের অভিযোগের প্রেক্ষিতে তারা এলাকা পরিদর্শন করেছেন এবং ধানে ঘাষ মারা বিষ প্রয়োগ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
×