ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ১৪:৩৬, ২৪ অক্টোবর ২০২০

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর চাঁদমারী মাদ্রাসা রোড এলাকায় শুক্রবার দিবাগত রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুফা বেগম নামের তিন সন্তানের জননী এক গৃহবধূ মারা গেছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান জানান, ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী হনুফা বেগম (৪৫) নিজ বাসায় রাতের খাবার খেয়ে ভেজা হাতে বিদ্যুতের তার স্পর্শ করেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুত্বর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
×