ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯

সৌমিত্রের স্নায়ুবিক অবস্থা নিয়ে চিন্তায় চিকিৎসকরা

প্রকাশিত: ১১:২৩, ২৪ অক্টোবর ২০২০

সৌমিত্রের স্নায়ুবিক অবস্থা নিয়ে চিন্তায় চিকিৎসকরা

অনলাইন ডেস্ক ॥ সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতিতে এখন সবচেয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার স্নায়ুবিক অবস্থা। তবে চিকিৎসকরা হাল ছাড়তে নারাজ এবং অত্যন্ত আশাবাদী। তাদের বক্তব্য, দ্রুত সুস্থ হয়ে উঠবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সংকট এখনো পুরোপুরি কাটেনি বলেই জানিয়েছেন বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। শরীরে মাঝে মাঝেই অক্সিজেন ও রক্তচাপ ওঠানামাও করছে বলে জানা গেছে। তবে সবচেয়ে চিন্তার বিষয় হলো, নতুন করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার অবনতি। চলতি সপ্তাহের শুরুতেই তার শরীর বেশ খানিকটা বিপদ কাটিয়ে উঠেছিল। তবে শুক্রবার স্নায়ুর সমস্যা খানিক বেড়েছে। জানা গেছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চলেছেন বেলভিউয়ের চিকিৎসকরা। সৌমিত্রের স্নায়ুজনিত সমস্যায় চিকিৎসকেরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন। তবে কোনো রকম ঝুঁকি না নিতে আন্তর্জাতিক সাহায্যও নিতে চলেছেন তারা। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কিছুটা কমে গিয়েছিল। রক্তচাপ এবং অক্সিজেনজনিত সমস্যা ধরা পড়ে। তবে দ্রুত তা নিয়ন্ত্রণে চলে আসে। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌমিত্রের জ্ঞান খুবই আচ্ছন্ন। চিকিৎসকদের কথাতেও কখনো কখনো সাড়া দিয়ে উঠতে পারছেন না তিনি। গত ৬ অক্টোবর থেকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ এই অভিনেতা। ১১ অক্টোবর দুবার তার শরীরে প্লাজমা থেরাপি দেওয়া হয়। এরপর শারীরিক পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হয়েছিল। সূত্র : এই সময়

শীর্ষ সংবাদ:

দেশের ৭ বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি
দেশে কোনো পণ্য সংকটের শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
১৭ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব
মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর ছিলো জিয়া :ড. হাছান মাহমুদ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
চোখে মুখে একটাই স্বপ্নছিল দেশটাকে স্বাধীন করা : শিক্ষামন্ত্রী
গুগল ডুডলে স্বাধীনতা দিবস
দেশে এখন স্বাধীনতা-গণতন্ত্র নেই :মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাই এখন ক্ষমতায় যেতে মরিয়া :জাহিদ মালেক
গুলিস্তান বিস্ফোরণে ১৯ দিন পর আরও একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ২৬
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রমজান মাসে একবারের বেশি ওমরাহ করা যাবে না
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে নিহত ১৯
পশ্চিমা মিত্ররা আরও অস্ত্র না পাঠালে রাশিয়ায় পাল্টা হামলা করা যাবে না :প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি