ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কণ্ঠশিল্পী জনি দের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান

প্রকাশিত: ২১:২৮, ২৩ অক্টোবর ২০২০

কণ্ঠশিল্পী জনি দের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কে দুর্বৃত্তদের হামলায় নিহত তরুণ সংগীতশিল্পী জনি দে’র পরিবারের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহত প্রতিভাবান তরুণ সংগীতশিল্পী জনি দের পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা বিবেচনা করে অনুদানের জন্য প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেছিল কক্সবাজারের নারী সংসদ। উল্লেখ্য, গত ৮ অক্টোবর দুর্বৃত্তদের ধারালো কিরিচের কোপ আর গুলিতে প্রাণ হারিয়েছে কক্সবাজারের তরুণ শিল্পী জনি দে (১৭)। জনি স্থানীয় ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই গান গেয়ে আসছে জনি। কক্সবাজারে স্থানীয় শিল্পী হিসেবে সবার কাছে বেশ জনপ্রিয়।
×