ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বে এ পর্যন্ত ৪ কোটি করোনা সংক্রমিত

প্রকাশিত: ২১:৪৫, ১৯ অক্টোবর ২০২০

বিশ্বে এ পর্যন্ত ৪ কোটি করোনা সংক্রমিত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে একদিনে প্রায় ৬২ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ছাড়িয়ে গেছে। আর রুশ ভ্যাকসিনের ট্রায়াল ভারতে হবে বলে জানা গেছে। অন্যদিকে ফ্রান্সে রাত্রিকালীন কার্ফ্যু জারি করার পর সড়কগুলো জনমানব শূন্য হয়ে পড়েছে। এছাড়া সারাবিশ্বে রবিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ১ লাখ ৯৯ হাজার ১১৬ জন। মারা গেছে ১১ লাখ ১৭ হাজার ১৮৪ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ৪৩ হাজার ২১৯ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৮৯ লাখ ৭২ হাজার ৭২৬ জন। যাদের মধ্যে ৭২ হাজার মানুষের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন তিন লাখ ৭২ হাজার ৫৫২ জন। মারা গেছেন পাঁচ হাজার ৫৬৭ জন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ হাজার ৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও এক হাজার ৩৩ জনের। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশটির এমন করোনা পরিস্থিতির এ পরিসংখ্যান তুলে ধরেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। সরকারী হিসাবে, এখন পর্যন্ত মোট ৭৪ লাখ ৯৪ হাজার ৫৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ১৪ হাজার ৩১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৬৫ লাখ ৯৭ হাজার ২০৯ জন। বর্তমানে ৭ লাখ ৮৩ হাজার ৩১১ জন হাসপাতাল কিংবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শনিবার ভারতে মোট ৯ লাখ ৭০ হাজার ১৭৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৯ কোটি ৪২ লাখ ২৪ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন করোনা রোগীর হার ১০ দশমিক ৪৫ শতাংশ। সংক্রমণ মুক্ত বা সুস্থতার হার ৮৮ দশমিক ০৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। রুশ ভ্যাকসিনের ট্রায়াল হবে ভারতে ॥ সারাবিশ্বের বিজ্ঞানীরা যখন করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তখন করোনার ভ্যাকসিন এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল রাশিয়া। যদিও স্পুটনিক-৫ নামের ওই ভ্যাকসিনটি নিয়ে এখনও বিতর্ক রয়েই গেছে। এদিকে, বিশ্বজুড়ে বিতর্কিত ওই ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদন দিয়েছে ভারত। স্পুটনিকের বিপণনের দায়িত্বে থাকা রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এবং ভারতের ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিস লিমিটেড এই ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদন পেয়েছে। সংস্থা দুটি জানিয়েছে, ভারতে বিশাল আকারে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। স্পুটনিক-৫ নামের ওই ভ্যাকসিন নিয়ে অনেক দেশের বিজ্ঞানীই উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই ভ্যাকসিন নিয়ে মূল্যায়নের মতো পর্যাপ্ত তথ্য পায়নি বলেও জানিয়েছে। মানবদেহে পরীক্ষার মাত্র দুই মাসের মধ্যেই ভ্যাকসিনটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। জনমানবশূন্য ফ্রান্সের সড়ক ॥ প্রাণঘাতী নোভেল করোনার পুনরুত্থানের লাগাম টানতে কার্ফ্যু জারি করায় ফ্রান্সের রাজধানী প্যারিসসহ দেশটির অন্য ৮ শহরের রাস্তা যেন জনমানবশূন্য ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। শনিবার রাত থেকে ওই কার্ফ্যু বলবৎ হওয়ায় ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে ফ্রান্সের ৯ শহর। ফ্রান্সে করোনার সংক্রমণ দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ায় দেশটির সরকার বিতর্কিত রাত্রিকালীন কার্ফ্যু জারির সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে করোনার অন্যতম হটস্পট হয়ে উঠছে ফ্রান্স।
×