ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জনগণকেও সচেতন হতে হবে

প্রকাশিত: ১৯:৪৬, ১৮ অক্টোবর ২০২০

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জনগণকেও সচেতন হতে হবে

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। প্রকৃতির ওপর মানুষের বিরূপ আচরণ বন্ধ করতে হবে। বনভূমি রক্ষা করতে হবে এবং বৃক্ষরোপন ও বনায়ন বাড়াতে হবে। সরকার ইতিমধ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট গঠনসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশকিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে। রবিবার দুপুরে নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। উন্নয়ন সংস্থা আইইডির’র সহযোগিতায় ‘জনউদ্যোগ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান। জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন: মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক তাহেজা বেগম, উদীচী’র জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাংবাদিক এম ফকরুল হক, আনিসুর রহমান ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যাবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক মহসিন মিয়া। উন্নয়নকর্মী, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
×