ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাইপর্বের আগেই ছিটকে গেলেন জেসুস

প্রকাশিত: ১৯:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২০

বিশ্বকাপ বাছাইপর্বের আগেই ছিটকে গেলেন জেসুস

স্পোর্টস রিপোর্টার ॥ কাতার বিশ্বকাপের আগে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে আগামী মাসে। এ লক্ষ্য ২৩ সদস্যের দলও ঘোষণা করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু ম্যাচের আগে দুঃসংবাদ ভর করেছে ব্রাজিল দলের ওপর। চোটের কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অন্যতম তারকা স্ট্রাইকার জেসুস। শুক্রবার এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। জেসুসের চোটের ব্যাপারে ম্যান সিটির কাছ থেকে বার্তা পাওয়ার পরই তাকে দল থেকে বাদ দেয় ব্রাজিল। এর ফলে পেরু ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না এই স্ট্রাইকার। জেসুসের পরিবর্তে মাথেয়াস কুনহাকে দলে ডেকেছেন সেলেসাও কোচ তিতে। তবে ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জেসুস লিখেছেন, 'আশা করছি আমি খুব শিগগিরই ফিরে আসব।' এদিকে, জেসুসকে ছাড়াই নেইমার-ফিলিপ কৌতিনহোদের নিয়ে আগামী ১০ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শুরু করবে ব্রাজিল। সাও পাওলোতে তাদের প্রতিপক্ষ বলিভিয়া। চারদিন বিরতি দিয়ে লিমায় স্বাগতিক পেরুকে মোকাবিলা করবে তারা।
×