ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

শহীদুল ইসলাম বাবুল

দলের চেয়ে বড় আমার কাছে আর কিছু নাই

প্রকাশিত: ১৫:০৯, ৬ জুলাই ২০২৫

দলের চেয়ে বড় আমার কাছে আর কিছু নাই

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, “দলের চেয়ে বড় আমার কাছে আর কোনো কিছু নাই।

আজ সোমবার, ৬ ম্বার,সকালে ফরিদপুর-৪ আসনের নতুনবাজারে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে অটো রিক্সা হস্তান্তর করার সময় এ কথা বলেন তিনি । 

তিনি বলেন, আমার বাপ হোক, আমার আত্মীয় হোক, বা আমার দলের নেতা হোক—আমি যাকে মনে করবো যে সে এলাকার জন্য, মানুষের জন্য প্রয়োজনীয় বা ভালো মানুষ, সৎ কাজ করে, মানুষের পাশে থাকে বিপদে—তার চেয়ে আপন আমার আর কেউ নাই।”

সূত্র - https://www.facebook.com/reel/1316973286697030

 

সানজানা

আরো পড়ুন  

×