ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

ইবি‘র হলে লাখ টাকার পাম্প চুরি

প্রকাশিত: ২১:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২০

ইবি‘র হলে লাখ টাকার পাম্প চুরি

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) হলের কর্মকর্তা ও কর্মচারীরা চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। চুরি হয়ে যাওয়া সাবমারসিবল পাম্পটি প্রায় একলক্ষ টাকারও বেশি। তবে চুরির ঘটনাটি কবে ঘটেছে এ ব্যাপারে নির্দিষ্টভাবে কেউ জানেন না। হলের পরিচ্ছনতা কর্মী বিষ্ণু কুমার জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আনুমানিক এগারোটার দিকে হলের পিয়ন কামরুল হলের দক্ষিণ পাশে গিয়ে দেখেন ভবনের বাইরে থাকা পাম্পটি নেই। বিষয়টি হলের কর্মকর্তা ও হাউজ টিউটদের জানালে তাদের নজরে আসে। জানা যায়, হলের উত্তর ও দক্ষিণ পাশে দুটি পাম্প রয়েছে। উত্তর দিকের পাম্পটির মুল্য প্রায় আড়াই লাখ ও চুরি হয়ে যাওয়া দক্ষিণ পাশেরটার মূল্য এক লাখ টাকারও বেশি। লাখ টাকার মূল্যে হলেও পাম্প দুটি একেবারেই অরক্ষিত ছিল। দুটি পাম্প-ই হল ভবনের একদম বাহিরে থাকার পরও কোনো সংরক্ষেনের ব্যবস্থা নেই। এদিকে করোনা পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলছে। দুপুর দুইটা থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে গেলে দুইটা থেকে রাত আটটা পর্যন্ত একজন ও রাত আটটা থেকে সকাল সকাল পর্যন্ত দুইজন আনসার হলের নিরাপত্তায় থাকেন। রাতের বেলায় নিরাপত্তায় থাকা আনসারের গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে বলে জানান হলের কর্মকর্তারা। হলের আবাসিক শিক্ষক লিটন বরুন শিকদার বলেন, ‘পাম্পটি ভবনের বাহিরে হওয়ায় এ ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের সঠিক দায়িত্ব পালন করলে এ ঘটনাটি ঘটতোনা। আমরা হল প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার বরাবর বিষয়টি অবহিত করেছি। পাশাপাশি ইবি থানায় ও অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও থানা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, ‘এটার জন্য থানায় জিডি করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৭৪
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে, নিহত ২
ইন্টারপোলের রেড নোটিসের তালিকায় আরাভ খান
পুনরায় দূতাবাস চালু করছে সৌদি ও সিরিয়া
ফটিকছড়িতে নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ
আয়ারল্যান্ডকে উড়িয়ে টাইগারদের সিরিজ জয়
নিত্যপণ্যের দাম কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার
দেশে কোনো রাজনৈতিক সংকট নেই: তথ্যমন্ত্রী
গণভবনে থাকছে না ইফতার পার্টির আয়োজন
শনিবার খোলা থাকবে ব্যাংক
ইফতার করলেন শরীয়তপুরের ২০ গ্রামের মানুষ
র‌্যাগিংয়ের দায়ে শাবির ১৬ শিক্ষার্থীকে হলে নিষিদ্ধ, একজনকে বহিষ্কার
২৫ মার্চকে গণহত্যা বা জেনোসাইডের স্বীকৃতি দিতে হবে
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্যকে আটক করেছে র‌্যাব
রাজধানীতে ভ্রাম্যমাণ গরু ও খাসির গোশত বিক্রি শুরু
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৮
মানহানির মামলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড