ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র উপকূলে আঘাত হানছে হারিকেন স্যালি

প্রকাশিত: ২৩:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২০

যুক্তরাষ্ট্র উপকূলে আঘাত হানছে হারিকেন স্যালি

যুক্তরাষ্ট্রের আলাবামা উপকূলে আঘাত হানতে শুরু করেছে হারিকেন স্যালি। ক্যাটাগরি দুই মাত্রার শক্তি নিয়ে বুধবার সকালে উপসাগরীয় উপকূলে আছড়ে পড়েছে গ্রীষ্মকালীন এ ঝড়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হারিকেন স্যালির বাতাসের গতিবেগ বর্তমানে প্রতিঘণ্টায় ১০৫ মাইল তথা ১৬৫ কিমি ঘণ্টা। এর প্রভাবে উত্তর-মধ্যাঞ্চলের উপসাগরীয় উপকূলে প্রাণঘাতী বন্যার আশঙ্কা করা হচ্ছে। হারিকেনের প্রভাবে এ অঞ্চলে অন্তত ৬০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। উপসাগরীয় উপকূলে আছড়ে পড়ার পর হারিকেন স্যালি ঘণ্টায় তিন মাইল বেগে আলাবামা-ফ্লোরিডা সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত মিসিসিপি থেকে ফ্লোরিডা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে এনএইচসি। উপকূলবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ইতোমধ্যেই এ অঞ্চলের বন্দর, স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। ঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতির মডেল নির্ণয়কারী সংস্থা এনকি রিসার্চের চাক ওয়াটসন জানিয়েছেন, হারিকেন স্যালির আঘাতে যুক্তরাষ্ট্রে মোট আর্থিক ক্ষতির পরিমাণ দুই থেকে তিন বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। ভূপৃষ্ঠে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।-ওয়েবসাইট
×