ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত

প্রকাশিত: ১৪:২২, ২৬ আগস্ট ২০২০

নীলফামারীতে ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বেলা ১২টার দিকে জেলা তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির আয়োজনে একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে সেখানে জেলা তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি আহবায়ক শ্রীদাম দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন জেলা সিপিবির সভাপতি আতিয়ার রহমান, জেলা তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্য প্রিন্স চাকলাদার, মোস্তাক আহমেদ, উদাস রায়, স্মরণী বিশ্বাস, বাসদ নেতা ইউনুস আলী প্রমুখ। বক্তারা বলেন, রক্তে লেখা রয়েছে ফুলবাড়ি ট্রাজেডির নাম। সে ট্রাজেডির বয়স হয়েছে ১৪ বছর। কিন্তু ফুলবাড়ি চুক্তি আজও বাস্তবায়ন হয়নি। দ্রুত উম্মুক্ত কয়লা খনির চক্রান্ত বন্ধ করে দেশ ও মানুষের স্বার্থে ফুলবাড়ি চুক্তি বাস্তবায়নের দাবি জানান তারা।
×