ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শূন্য পাঁচ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ১৪১ জন

প্রকাশিত: ২২:৩৪, ২৪ আগস্ট ২০২০

শূন্য পাঁচ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ১৪১ জন

বিশেষ প্রতিনিধি ॥ শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগে প্রার্থীর ছড়াছড়ি। জাতীয় সংসদের পাঁচটি শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর অর্ধেকের বেশি ঢাকার দুই আসন থেকে লড়তে চান। রবিবার মনোনয়ন বিক্রি ও জমা গ্রহণের শেষ দিনে সর্বমোট ১৪১ জন নৌকার প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যার মধ্যে ৭৬ জনই ঢাকা-১৮ ও ঢাকা-৫ আসনের প্রার্থী হতে চান। রবিবার আওয়ামী লীগের দফতর সেল থেকে জানা গেছে, শূন্য হওয়া পাঁচটি আসনে শেষদিন পর্যন্ত মোট ১৪১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে সর্বাধিক ঢাকা-১৮ আসনে ৫৬ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এছাড়া ঢাকা-৫ আসনে ২০, নওগাঁ-৬ আসনে ৩৪, পাবনা-৪ আসনে ২৮ এবং সিরাজগঞ্জ-১ আসনে মোট তিনটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ও এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসন শূন্য হয়। এছাড়া সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১, শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ এবং ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পাঁচটি শূন্য আসনে দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা প্রদান প্রক্রিয়া শেষ হলেও প্রার্থিতা চূড়ান্ত করতে দলের সংসদীয় বোর্ডের সভা কবে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে দ্রুতই সংসদীয় বোর্ডের সভা ডেকে প্রার্থিতা চূড়ান্ত করা হবে। সংসদীয় মনোনয়ন বোর্ডই সিদ্ধান্ত দেবে এদের মধ্যে কে কোন্ আসনে দলীয় মনোনয়ন পাবেন। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গঠিত সংসদীয় বোর্ড সভায় পাঠানোর প্রস্তুতি চলছে দলের কেন্দ্রীয় দফতর সেল থেকে। ঢাকা-১৮ আসনে ১২ বছর ধরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন। এ আসনে নৌকার হাল ধরতে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, পুলিশের সাবেক ডিআইজি নুরুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খান, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী, প্রয়াত সাহারা খাতুনের ভাগ্নে আনিসুর রহমানসহ মোট ৫৬ জন দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ঢাকা-৫ আসনে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য ঘোষিত আসনে তাঁর বড় ছেলে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি কামরুল হাসান রিপন, কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ মুন্নাসহ ২০ জন মনোনয়ন ফর্ম কিনেছেন। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে সদ্য প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন ছাড়াও নওগাঁ জেলার সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সুমন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহীন মনোয়ারা হকসহ মোট ৩৪ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাবনা-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রয়াত সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে গালিবুর রহমান শরিফ, সাবেক এমপি পাঞ্জাব বিশ্বাস, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসসহ মোট ২৮ জন। সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে তিনটি। এ আসন থেকে মোহাম্মদ নাসিমের বড় ছেলে এবং এই আসন থেকে পাঁচটি বছর নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা প্রকৌশলী তানভীর শাকিল জয় মনোনয়নপত্র কিনে জমাও দিয়েছেন।
×