ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘটনা কুয়াকাটায় ॥ ইন্টারনেটের গতি অর্ধেকে নেমে এসেছে

সাবমেরিন কেবল কেটে ফেলেছে হাউজিং কোম্পানি

প্রকাশিত: ২২:০৪, ১০ আগস্ট ২০২০

সাবমেরিন কেবল কেটে ফেলেছে হাউজিং কোম্পানি

স্টাফ রিপোর্টার ॥ রবিবার কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (সি-মি-ইউ-৫) ‘পাওয়ার’ ও ‘ইন্টারনেট’ কেবল কেটে ফেলেছে একটি হাউজিং কোম্পানি। ফলে দেশে ৮শ’ জিবিপিএস (গিগাবাইট পারসেকেন্ড) ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ রয়েছে। কক্সবাজারে প্রথম সাবমেরিন কেবল (সি-মি-উই-৪) দিয়ে বর্তমানে ৩৭০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ হচ্ছে। বেসরকারীভাবে আইটিএসগুলো ৫শ’ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করছে। দেশে বর্তমানে এক হাজার ৬শ’ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। সেখান থেকে ৮শ’ জিবিপিএস ব্যান্ডউইথ কম হওয়ায় ইন্টারনেটের গতি অর্ধেকে নেমে এসেছে। কেবল মেরামত করার কাজ চলছে। জরুরী ভিত্তিতে রবিবার রাতের মধ্যেই কেবল মেরামত করার কথা। কিন্তু বেশি জটিল হলে কবে নাগাদ কেবল মেরামত হবে তা বলা যাচ্ছে না। এ তথ্য জানিয়েছেন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) এমডি মশিউর রহমান। বিএসসিসিএলের এমডি মশিউর রহমান জনকণ্ঠকে জানান, আমি নির্দেশ দিয়েছি ওই হাউজিং কোম্পানির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার জন্য। হাউজিং কোম্পানির কারণে দেশে অর্ধেক ব্যান্ডউইথ কম আসছে। এতে দেশের বড় ধরনের ক্ষতি হচ্ছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সরকারী বেসরকারী কাজে ইন্টারনেটের ধীর গতি দেখা দিয়েছে। ফলে অনেক কাজ করা সম্ভব হচ্ছে না। বিদেশের সঙ্গেও যোগাযোগ বিঘ্ন ঘটছে। কেবল কাটার পড়ায় সব ক্ষেত্রে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। মশিউর রহমান বলেন, পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ সমস্যা হওয়ার পর মেরামতের কাজ চলছে। রবিবার রাতের মধ্যে সমাধান হবে বলে আশা করছি। দেশে যে ব্যান্ডইউথ ব্যবহার করা হয়, তার প্রায় অর্ধেক দ্বিতীয় সাবমেরিন কেবল থেকে সরবরাহ করা হচ্ছে। ওই লাইন বন্ধ থাকায় সারাদেশে গ্রাহকরা ধীরগতির সমস্যায় পড়েছেন। দেশের প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’ এ যুক্ত হয় ২০০৫ সালে। আর ২০১৭ সালের সেপ্টেম্বরে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সি-মি-উই-৫ সাবমেরিন কেবলে যুক্ত হয়। দ্বিতীয় ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাবমেরিন কেবল থেকে সেকেন্ডে ১ হাজার ৫শ’ গিগাবিট (জিবিপিএস) গতির ইন্টারনেট পায় বাংলাদেশ।
×