ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাবিতে বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ০০:২৯, ৯ আগস্ট ২০২০

ঢাবিতে বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী পালন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হিসেবে গড়ে ওঠা এবং বাংলাদেশ নামের জাতিরাষ্ট্র গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবের একান্ত ঘনিষ্ট সহচর হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন। তাঁর এই অসীম অবদান সমাজ, সভ্যতা ও নারী অগ্রগতির স্বার্থে গভীরভাবে মূল্যায়ন করা এখন সময়ের দাবি। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালনকালে এ মন্তব্য করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীনসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এক বাণীতে বলেন, ১৯৭৫ সালের আগস্ট বাঙালী জাতির জন্য শোকাবহ মাস বটে কিন্তু ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন রেনু নামের একটি মেয়ে যিনি হলেন মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার সকাল ১০টায় বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান হৃদয়সহ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×