ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভার্চুয়াল না নিয়মিত, কোন্ পদ্ধতিতে বিচার চলবে সিদ্ধান্ত আজ

প্রকাশিত: ২২:৩৬, ৬ আগস্ট ২০২০

ভার্চুয়াল না নিয়মিত, কোন্ পদ্ধতিতে বিচার চলবে সিদ্ধান্ত আজ

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতে ভার্চুয়াল পদ্ধতি নাকি নিয়মিত বিচারকাজ চলবে সে বিষয়ে আজ (বৃহস্পতিবার) সিদ্ধান্ত জানা যাবে। সুপ্রীমকোর্ট খোলার বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেল তিনটায় ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির অনুরোধে শারীরিক উপস্থিতির মাধ্যমে আদালত পরিচালনা, অবকাশকালীন ছুটি বাতিলসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সভার আলোচ্যসূচীর বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির অনুরোধের পরিপ্রেক্ষিতে শারীরিক উপস্থিতিতে সুপ্রীমকোর্টের বিচারকাজ পরিচালনা প্রসঙ্গ ছাড়াও কিশোরগঞ্জের সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ পরবর্তীতে যশোরের অতিরিক্ত জেলা জজ (বর্তমানে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমানকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে চাকরিতে পুনর্বহাল, বাধ্যতামূলক অবসরের তারিখ থেকে চাকরিতে পুনরায় যোগদানের তারিখ পর্যন্ত সময়কে চাকরিকাল হিসেবে গণ্য করে আদালতের রায়ের বিধি অনুয়ায়ী সব আর্থিক সুবিধা দেয়া সংক্রান্ত ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জি এ কমিটি সভার সুপারিশ অনুমোদন। অন্যদিকে গত ৮ জুলাই সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতি বরাবর একটি চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর পক্ষে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটি অভিমত প্রকাশ করে। পরবর্তীতে ২৭ জুলাই আবারও চিঠি দেয় সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি। ওই চিঠিতে বলা হয়, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটি ৮ জুলাইয়ের প্রস্তাবনার আলোকে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর বিষয়ে পুনরায় আপনার সুচিন্তিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছে। করোনা পরিস্থিতিতে ২৬ মার্চের পর দফায় দফায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়। সবশেষ ১৬ মে দেয়া এক বিজ্ঞপ্তিতে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। তবে সরকার মে মাসের ৩০ তারিখের পর সাধারণ ছুটি আর না বাড়ালেও আদালতের নিয়মিত কার্যক্রমের পরিবর্তে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভার্চুয়াল বিচার কাজ অব্যাহত থাকবে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রীমকোর্ট প্রশাসন।
×