ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনায় চলে গেলেন টিভি ব্যক্তিত্ব বরকতউল্লাহ

প্রকাশিত: ২১:৩৩, ৫ আগস্ট ২০২০

করোনায় চলে গেলেন টিভি ব্যক্তিত্ব বরকতউল্লাহ

স্টাফ রিপোর্টার ॥ দেশের টিভি মিডিয়া বিকাশের সঙ্গে জড়িয়ে আছে তার নামটি। বিশেষ করে বিটিভির সঙ্গে তার সম্পৃক্ততা ছিল অনেক গভীর। রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যমের অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা। একইসঙ্গে টিভি নাটক এবং অনুষ্ঠান প্রযোজনায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে মহামারী করোনায় নিভে গেল সেই সৃষ্টিশীল জীবন। নাট্যনির্মাতা ও প্রযোজক মোহাম্মদ বরকতউল্লাহ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। এদিন সকাল সাড়ে নয়টায় এই টিভি ব্যক্তিত্ব গ্রীনলাইফ হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিটিভির জনপ্রিয় সব নাটকের সঙ্গে জড়িয়ে আছে বরকতউল্লাহর নামটি। তার নির্মিত তুমুল দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘সকাল-সন্ধ্যা’, ‘ঢাকায় থাকি’ এবং ‘কোথাও কেউ নেই’। সাংস্কৃতিক পরিমণ্ডলে বাস করা এই প্রযোজকের স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ ও তার মেয়ে জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। মোহাম্মদ বরকতউল্লাহ বিটিভি ছাড়াও চ্যানেল ওয়ান, বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন । বরকতউল্লাহর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। মহামারীর কারণে সরাসরি শ্রদ্ধা নিবেদন করতে না পারলেও অনেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এই টিভি ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানান। তার মৃত্যুতে শোক জানিয়ে চলচ্চিত্র নির্মাতা ও নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ ফেসবুকে লিখেন, চলে গেলেন বাংলাদেশ টেলিভিশনের কুশলী প্রযোজক বরকতউল্লাহ। ছিমছাম নিটোল টেলিভিশন অনুষ্ঠান ও নাটক প্রযোজনার জন্য যে তিনজন প্রযোজক সব সময় আলোচিত হবেন তারা হলেন মোস্তফা কামাল সৈয়দ, বরকতউল্লাহ ও নওয়াজেশ আলী খান। এই তিন কৃতি নির্মাতার মধ্যে দুজন চলে গেলেন। কামাল ভাই কদিন আগে চলে গেছেন। আর আজ চলে গেলেন বরকতউল্লাহ ভাই। ভাল থাকুন নওয়াজেশ ভাই। জানা যায়, করোনা ছাড়াও বরকতউল্লাহর অন্যান্য শারীরিক জটিলতা ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাকে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ।
×