ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আড়িয়াল খাঁর পেটে শহররক্ষা বাঁধ ॥ হুমকিতে স্থাপনা

প্রকাশিত: ২০:০৬, ৫ আগস্ট ২০২০

আড়িয়াল খাঁর পেটে শহররক্ষা বাঁধ ॥ হুমকিতে স্থাপনা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৪ আগস্ট ॥ মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর লঞ্চঘাট এলাকার শহর রক্ষা বাঁধের ৪০ মিটার এলাকা শনিবার বিকেল ৪ টার দিকে নদীতে বিলীন হয়ে যায়। ফলে ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে মাদারীপুর শহরের শত শত স্থাপনা। ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ফেলা হচ্ছে বালুর বস্তা। জানা গেছে, মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর শহর রক্ষা বাঁধের লঞ্চঘাট এলাকার ওয়াকওয়ের ৪০ মিটার এলাকা ঈদের দিন শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করে নদীতে বিলীন হয়ে যায়। এর ফলে ভাঙ্গনের ঝুঁকিতে হুমকির মুখে রয়েছে মাদারীপুর শহরের শত শত বসতবাড়ি। আতঙ্কে রয়েছে শহরবাসী। নদীর পাড়ের বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে মালামাল নিয় অন্যত্র চলে গেছেন। লঞ্চঘাটের উত্তর পাশে সবুজ বাগ এলাকার আরও একটি নদীতে গোসলের ঘাটে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। যে কোন মুহূর্তে নদীতে বিলীন হয়ে যেতে পারে শহর রক্ষা বাঁধ, ওয়াকওয়ে এবং গোসলেরর ঘাটটি। এ অংশে ভাঙ্গন ধরলে মুহূর্তের মধ্যেই পানি প্রবেশ করবে পুরো মাদারীপুর শহরে এবং তলিয়ে যাবে শহর। ইতোমধ্যে ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ভাঙ্গন রোধে শনিবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রায় এক হাজার সাত শত বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে শীঘ্রই টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ডাম্পিং কার্যক্রম শুরু না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা সার্বক্ষণিক উপস্থিত থেকে তদারকি করছেন জিও ব্যাগ ফেলার কার্যক্রম। ভাঙ্গনকবলিত স্থানে জনগণের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত স্থানীয় শহিদুল ইসলাম বলেন, হঠাৎ করে নদীর ভাঙ্গনে শহর রক্ষা বাঁধ এবং ওয়াকওয়ে ভেঙ্গে গেছে। আমার বাড়ির কিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। সরকারের পক্ষ থেকে যেন দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা হয় সেই দাবি জানাই।
×