ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: ১৩:০১, ৪ আগস্ট ২০২০

স্বস্তির বৃষ্টি

অনলাইন রিপোর্টার ॥ বর্তমানে ভরা বর্ষায় অনেকবার বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে গত দু’দিন অস্বস্তিতে ছিল রাজধানীসহ দেশবাসী। আজ মঙ্গলবার সকাল ১১টায় ঝুম বৃষ্টিতে খানিকটা স্বস্তি পেল ঢাকাবাসী। এতে তাপপ্রবাহ কমেছে অনেকখানি। বর্ষণের ফলে অফিস-আদালতগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হলেও গত ক’দিনের গরম বিবেচনায় স্বস্তির বৃষ্টি বলছেন নগরবাসী। তুমুল বৃষ্টিপাতে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায় যানবাহনকে। অনেক এলাকায় সড়কে জমেছে পানি। এর আগে সোমবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুই-তিন দিনের মধ্যে দেশের বেশকিছু অঞ্চলে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেসঙ্গে দেশের কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে।
×